শেখ হাসিনা অপরাধী কবিতা

কবিতা

শেখ হাসিনা অপরাধী

শেখ হাসিনা অপরাধী কবিতা

মোঃ হাফিজুল ইসলাম হাফিজ (লেখক)

হাসিনা তুই অপরাধী,দেশকে করলি দেউলিয়া।
ঘুম,খুন,মানব হত্তা,নাম হল তোর মাফিয়া। মাফিয়া তোর নাম দিল,পত্রিকা নিউজ আল জাজিরা।

দেশের টাকা পাচার করল যারা।
আওয়ামীলীগ বিদেশে করল বেগম পাড়া।

কোটা বৈষম্য মুক্তিযোদ্ধার চেতনা।
অশান্ত ডেকে আনল মুজিবরের মেয়ে হাসিনা।

ছাত্র-জনতা করল দুর্গ।
পুলিশ বাহিনী ছাত্রদের করল গুলিবিদ্ধ।

আবু সাইদ বুক পেতে দিল পুলিশ বাহিনীর দিকে।
পুলিশ বাহিনী গুলি চালালো আবু সাইদের বুকে।

বীর আবু সাইদ শহীদ হল।
বাংলাদেশ মাতৃ ভূমির কোলে।

জনগণের বাঁক স্বাধীনতা করলি তুই হরন।
বীর ছাত্ররা আন্দলোন করল স্বৈরাচারীর পতন।

Leave a comment