দাদা আর দাদি

দাদা আর দাদি তাদের ৬০ বছর বিবাহবার্ষিকীতে ইচ্ছা হলো, তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করবেন। তারা প্রথম প্রথম যেভাবে প্রেম করতেন সেভাবে ডেটিং এ যাওয়ার প্ল্যান করলেন।

তো, দাদা সেজেগুজে ফুল নিয়ে পার্কে গিয়ে অপেক্ষা করছিলেন যেখানে তারা আগে দেখা করতেন। সারাদিন অপেক্ষা করার পরও দাদি এল না।

দাদা রেগে-মেগে বাড়িতে গিয়ে দেখলেন যে দাদি বসে আছে।

দাদা রেগে বললেন, পার্কে আসলে না কেন?

দাদি লজ্জিত গলায় বললেন, আম্মা বের হতে দেয়নি!

Leave a comment