একজন ব্যক্তি প্রতিদিন একটা করে চিঠি লিখতো আর আল্লাহর উদেশ্যে বেলুনে বেধে আকাশে উরিয়ে দিতো চিঠিতে লেখা থাকতো হে আল্লাহ আমাকে ৫০ হাজার টাকা দাও আর ঐ ব্যক্তির বাড়ীর পাশেই ছিল থানা তো বেলুনটা প্রতিদিন থানায় গিয়ে পরতো তো পুলিশরা ভাবতো লোকটার মনে হয় টাকাটা খুব প্রয়োজন তাই তারা বললো আমরা না হয় ২৫ হাজার টাকা দিয়ে দেই লোকটাকে তাই তারা ২৫ হাজার টাকা দিয়ে একজন পুলিশ কে দিয়ে পাঠিয়ে দিল তার পরের দিন ঐ ব্যক্তি আবার আরেকটা চিঠি লিখলো সেটাও থানায় গিয়ে পৌঁছলো কিন্তুু চিটি দেখে সব পুলিশ কর্মকর্তা অজ্ঞান হয়ে গেল তাতে লেখা ছিল হে আল্লাহ টাকা টা যখন দিলে পুলিশ কে দিয়ে পাঠালে কেন শালারা বাকী টাকা মেরে দিয়েছে আমাকে ২৫ হাজার দিয়ে বাকী সব মেরে দিল ।









