জকস

এক লোক প্রতি রাতেই ঘুমের মধ্যে বিছানায় হিসু করে বিছানা ভিজিয়ে ফেলে। স্বামীর ঐ কার্যকলাপে স্ত্রী অতীষ্ট হয়ে প্রতিদিন ঝগড়া লেগে যাই। স্ত্রী তার স্বামীর কাছে কারন জানতে চাইলে স্বামী বিছানায় হিশু করে দেওয়ার কারণ বলল।স্বামী বলল দেখ আমি প্রতি রাতেই সপ্নে দেখি একটা লোক বস্তাবর্তি টাকা নিয়ে বলতে থাকে এখানে হিশু কইরা দে তাহলে আমি তোমাকে এই এক বস্তা টাকা দিব ওর কথা শুনে আমি হিশু করে দেই আর হিশু করার পর লোকটি তখনি উধাও হয়ে যায়। ঠিক তখনই আমার ঘুম ভেঙ্গে যাওয়ার পর দেখি বিছানা ভেজা কি করা যায় বলত। তখন লোকটির স্ত্রী বুদ্ধি দিল তার স্বামীকে যে তুমি একটা কাজ করবা যখন তোমাকে টাকার বস্তা দেখাবে ঠিক তখনই তাকে বলবা আগে টাকার বস্তা তোমাকে দেওয়ার জন্য।যখন তোমার হাতে দিবে তখন তুমি দৌড়ে লুকিয়ে যাইবা তারপর লোকটা চলে গেলে টাকার বস্তা নিয়ে চলে আসবা।স্বামী ত বুদ্ধি পেয়ে খুশি মনে তার স্ত্রীকে ধন্যবাদ দিয়ে ঘুমিয়ে পরল।প্রতি রাতের মতো আজও সেই লোকটা টাকার বস্তা নিয়ে আসল আর বলতে লাগলো তারাতাড়ি হিশু কর টাকা দিব। তখন লোকটি তার স্ত্রীর শিখিয়ে দেওয়া বুদ্ধি অনুযায়ী বলতে লাগলো আমাকে এতদিন বলদ বানায়ছ আজকে আগে টাকা দেও পরে হিশু করব ‌। তারপর ঐ লোকটা টাকার বস্তা দিয়ে দিল। টাকা পেয়ে ত ঘুমন্ত লোকের আর হুঁশ নাই বউয়ের বুদ্ধি অনুযায়ী হিশু না করেই দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে সামনে অনেক বড় একটি গাছ পেয়ে সেই গাছের একদম উপরে উঠে চড়ে বসল। কিছুক্ষণ পরে দেখে ঐ লোকটিও তার মতো গাছে উটতেছে এখন কি করবে ভাবতে লাগলো তাৎক্ষণিক গাছের নিচ থেকে আরেকজন লোক বলতে লাগলো তারাতাড়ি করে হাগু করে দাও তার মাথায় পরবে তাহলে তোমাকে ছেড়ে চলে যাবে ঠিক তখনই তার মাথায় হেগে দিল তৎক্ষণাৎ ঘুম ভেঙ্গে গেল উঠে দেখে হাগু করে বিছানা ভরে ফেলছে। তারপর লোকটা কান্না করে বউকে বলতে লাগলো চুতমারানি এতদিন ত বিছানায় হিশু করতাম তর বুদ্ধি শুনে আজকে বিছানায় হাগু করে দিলাম

Leave a comment