বর ও কনে

বিয়ের জন্য ছেলে পক্ষ গেছে মেয়েপক্ষের বাড়িতে। কথাবার্তার একপর্যায়ে ছেলে-মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হলো।মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন?ছেলে: সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।মেয়ে: কী ইচ্ছা?ছেলে: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজব।মেয়ে: উফফ! আপনি কী রোমান্টিক!ছেলে: ইয়ে মানে, আসলে ব্যাপার সেইটা না। আপনি যেই পরিমাণ ময়দা মেখেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবে না।

Leave a comment