সাধারণ জ্ঞান , হাফিজুল ইসলাম হাফিজ। Hafijul islam Hafij.

H

১। আল্লাহকে মানা আল্লাহর বিধি-বিধানকে মানা এক কথায় আল্লাহর গোলামী করা।

২। নিজের দিকে মনোযোগী হওয়া বা নিজের দিকে খেয়াল রাখা, সিচুয়েশন মেনে চলা, নিশ্বাস-প্রশ্বাসের দিকে খেয়াল রাখা। মেডিটেশন করা।

৩। ধৈর্য ধারণ করা শান্ত হওয়া উত্তেজিত না হওয়া দৃঢ়ভাবে কাজ করে যাওয়া নির্দিষ্ট লক্ষর দিকে এগিয়ে যাওয়া পথ তৈরি করে এগিয়ে যাওয়া।

৪। সততা ন্যায় নীতি আদর্শ সাহস ও আত্মবিশ্বাস থাকতে হবে সবকিছুকে সহজভাবে মেনে নিতে হবে কোন কিছু কঠিন ভাবা যাবে না।

৫। সবকিছুর ক্ষেত্রে ভালো-মন্দ যাচাই করে নিতে হবে বুঝে শুনে কাজ করতে হবে ভালো-মন্দ কাজের ক্ষেত্রে হা বা না দৃঢ়ভাবে সিলেক্ট করতে হবে।

৬। হিংসা-বিদ্বেষ অহংকার এগুলো মনের মধ্যেও আনা যাবে না সব কাজকেই ভালবাসতে হবে কোন কাজকে ছোট করে দেখা যাবে না।

৫।

One thought on “সাধারণ জ্ঞান , হাফিজুল ইসলাম হাফিজ। Hafijul islam Hafij.

Leave a comment